শিক্ষিকা শারমিন আক্তার বলেন, বহুবার জমার রশিদটি চাওয়ার পরও না দেওয়ায় বাধ্য হয়ে আমি অভিদপ্তরে অভিযোগ করি। অধিদপ্তর থেকে সাত দিনের মধ্যে রশিদটি দেওয়ার জন্য নির্দেশ দেয়। তারপরও আমাকে রশিদটি দেওয়া হয়নি। সেকারণে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পুনরায় অভিযোগ করেছি। আমি আমার টাকা ফেরত চাই, ন্যায় বিচার চাই।
এ বিষয়ে অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ছুটিটি বিধি মতাবেক না হওয়ায় টাকা ফেরত নিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে জমা দিয়েছি। জমার ব্যাংক রশিদ মাদ্রাসায় আমার ব্যক্তিগত ড্রয়ার আছে। স্থানীয় লোকজন ও কিছু শিক্ষক আমার বিরুদ্ধে চক্রান্ত করে মাদ্রাসায় যেতে দিচ্ছে না। সে কারণে আমি রিসিভটি শিক্ষিকাকে দিতে পারছিনা। দু-একদিনের মধ্যে মাদ্রাসায় গিয়ে রশিদটি অভিযোগকারী শিক্ষিকাকে ফেরত দেব।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, উনার বিরুদ্ধে একটি অভিযোগ অধিদপ্তরেও আছে। আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে, সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।