নওগাঁ সংবাদদাতা: সংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে জনসাধারণের শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ,পার্ক, উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই আলোচনার আয়োজন করে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সোসাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখার সভাপতি এস.এম.সামছুল আলম, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান , চর্চাপদ গবেষক নওগাঁ সাহিত্য পরিষদ ও নওগাঁ সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, সমাজসেবী তসলিমা ফেরদৌস, সাংবাদিক খোরশেদ আলম রাজু, নওগাঁ পৌরসভার আদায় প্রধান রাশেদুল করিম সাবু, প্রভাষক আবু রেজা, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক রিপন সরদার,শিক্ষক তোফাজ্জল হোসেন বাবু, ইয়ুথ স্মার্ট ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ রেজা,সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জুনায়েদ প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলোর ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস,হৃদরোগ,স্টোক,ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে বরাদ্দ প্রদান, এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ, রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার আশ্বাস দেন ।
এর আগে নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে জনসাধারণের শরীরচর্চা নিশ্চিতে নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে বরাদ্দ প্রদান, খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়।