মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ:
নওগাঁ জেলা শহরের ( নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত) হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে) দুপুর ১২ঃ০০ টায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাদিয়া আফরিন । অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্ররা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম, নাজমুল হাসানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবক -অভিভাবিকাবৃন্দ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী উৎসবটির সমাপ্তি ঘটে।