নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের সুধরানা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন এবং বিদ্যালয়টি পরিদর্শন করেছেন তদন্ত কমিটির একজন প্রতিনিধি। সোমবার দুপুর সাড়ে ১২টায় সুধরানা মাধ্যমিক বিদ্যালয় চলাকালিন সময়ে তদন্ত কমিটির একজন প্রতিনিধি আত্রাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো সোহেল রানা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন। এসময় তদন্ত কমিটির উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী এবং অভিভাবকসহ এলাকার গুনমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শ্রেণী ভিত্তিক বিশেষ সুবিধা গ্রহনের জন্য সরকার থেকে শিক্ষার্থীদের অনুদান দিয়ে ছিলো ২০২৩ সালে। ১৫ জনের তালিকায় নাম ছিলো প্রতিবন্ধী শিক্ষার্থী তাওহীদের। শিক্ষার্থীর প্রতি ৫হাজার টাকা অনুদান ভাওচারে সাক্ষর নিলেও শিক্ষার্থীরা পেয়েছিলেন ৩হাজার টাকা করে । আবার বেশ কিছু শিক্ষার্থীর নাম তালিকায় থাকলেও তারা জানেনই না যে গত বছর তাদের নামে টাকা এসেছিলো বিদ্যালয়ে। এমন অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলার সুধরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা’র বিরুদ্ধে
প্রধান শিক্ষকে এর অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুধরানা মাধ্যমিক বিদ্যালয় ভুক্তভোগি লাইব্রেরিয়ান রজব আলী অভিযোগ করে বলেন, সরকারি বেতন ভাতা পায়ে দিতে প্রধান শিক্ষক তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। পরে তার সাথে ৫লক্ষ ৪হাজার টাকা বন্দবোস্তু হয়। টাকা নিয়ে টাকা অফেরত যোগ্য অঙ্গিকার নামায় সাক্ষর করতে বলে প্রধান শিক্ষক। কিন্তু রজব আলী সাক্ষর করেন না। পরবর্তীতে কাজ না হলে প্রধান শিক্ষককের কাছে টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ তার কাছে থেকে টাকা নেওয়ার কথা অস্বিকার করেন।
এবিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী তাওহীদ বলেন, আমার দুই পা অচল। শিক্ষা গ্রহনের নেশায় অচল দুই পায়ে কাঠের ক্রাচ ভর করে শ্রেণীকক্ষে আসেন প্রতিদিন। ২০২৩ সালে তিনি অষ্টম শ্রেনী’র শিক্ষার্থী ছিলেন। তাকে দিয়ে ৫হাজার টাকার ভাওচার সাক্ষর করে পরের দিন ৩হাজার টাকা দিয়েছিলেন প্রধান শিক্ষক। তাওহীদ এর প্রতিবাদ করলে তখন তাকে চুপ করে থাকতে বলেন প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ।
এবিষয়ে প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা বলেন, সকল অভিযোগ অস্বিকার করে বলেন- বিদ্যালয় কমিটির সিদ্ধান্তে সকল স্কিম শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছিলো। এতে তার একার কোন হাত ছিলো না ।
এবিষয়ে আত্রাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সোহেল রানা বলেন গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নির্বাহী বরাবর অভিযোগ দায়ের করেন কয়েক জন অভিভাবক। তার প্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি, আমি অভিযোগের প্রক্ষিতে তদন্ত করতে আসা শিক্ষার্থী অভিভাবক বিদ্যালয় কমিটি সকলের সাথে অভিযোগগুলো বিষয়ে কথা বলে তার প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেরণ করা হবে ব্যবস্থা গ্রহন করবেন উপজেলা নির্বাহী অফিসার।##