মো: হাশমত আলী নওগাঁর মহাদেবপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। এরআগে তিনি নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি এখানে যোগদান করেন। তিনি আগের ওসি রুহুল আমিনের স্থলাভিষিক্ত হন।
২০০৫ সালে তিনি রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদান করে সাফল্যের সাথে ট্রেনিং সম্পন্ন করেন। এরপর সিরাজগঞ্জে শিক্ষানবীশ সাব ইন্সপেক্টর (এসআই) পদে যোগ দেন। সেখান থেকে বিভিন্ন সময় একই পদে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর এবং ইন্সপেক্টর (তদন্ত) পদে রাজশাহীর পবা, গোদাগাড়ী, পুঠিয়া প্রভৃতি থানায় দায়িত্ব পালন করেন। দুর্গাপুর থানায় তিনি অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের আগষ্টে তিনি নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি পদে যোগ দেন।
তিনি দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিবেন বলে জানান।
মহাদেবপুরে কর্মরত আগের ওসি রুহুল আমিনকে নওগাঁ জেলা পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে।