নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদিনী রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নওগাঁর প্রত্যেকটি সরকারি অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি পুরো জেলার উন্নয়নে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহনে জেলা প্রশাসকের প্রতি আহবান জানায় গণমাধ্যম কর্মীরা।