নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় অবৈধভাবে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জেলার মহাদেবপুর উপজেলার চক দাশড়া গ্রামের এ ঘটনায় বাদী হয়ে ওই এলাকার আবু সাঈদ নামের এক ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই একই এলাকার মােঃ আব্দুস ছামাদের পুত্র সৈকত, মৃত শফিউদ্দিনের পুত্র মােঃ শহিদুল ইসলাম, আদুল হামিদ, আব্দুস সামাদ,মােঃ আব্দুল ছাত্তার,-মােঃ আব্দুল হামিদের পুত্র আল-আমীন, আব্দুস ছাত্তারের ছেলে মিঠুন ও আতাউল,মােঃ শহিদল ইসলামের ছেলে এনামুল সহ দেশিয় অস্ত্রসজ্জিত অর্ধশতাধিক সন্ত্রাসী বাহীনি সঙবন্ধভাবে পরিকল্পিত হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে। এসময় উক্ত অবৈধ কাজে বাধা দিতে গেলে তাদের হাতে থাকা লাঠিসোঁটা এবং দেশিয় অস্ত্র দ্বারা খুন জখমের ভীতি প্রদর্শন করলে ঘটনাস্থল থেকে সরে আসেন ভুক্তভোগী পরিবার।
এব্যপারে ভুক্তভোগী পরিবারের সোহেল ইসলাম বলেন, ওই জমিতে আমাদের ধান ছিল, কিছুদিন আগে সেই ধানে তারা কীটনাশক দিয়ে ফসলটি নষ্ট করে। রাতের আঁধারে একযোগে দুটি পাওয়ার টিলার(চাষ যন্ত্র) দিয়ে সেই জমিতে হাল চাষ করে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহীনি দ্বারা তারা জোরপূর্বক ধান রোপন করছিল। আমাদের সম্পত্তিতে জোরপূর্বক ধান রোপনে বাধা দিতে গেলে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ইতিপূর্বে তারা ফসলে কীটনাশক প্রয়োগের ফলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের । পরিশেষে স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এ বিষয়ে স্থানীয় অর্ধশতাধিক গ্রামবাসীরা জানান, ওই বিবাদমান সম্পত্তি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে। শালিসী বৈঠকে অভিযুক্তদের সঠিক ও বৈধ কোন কাগজপত্র না থাকায় গ্রাম্য মাতবর প্রধানরা জমির মূল মালিক আশরাফুল ইসলামকে বুঝিয়ে দেন। অদ্যই পর্যন্ত ওই সম্পত্তির ভোগ দখলে রয়েছেন আশরাফুল ইসলাম। অভিযুক্তরা কেন বা কিসের দাবীতে উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করছে সে ব্যপারে সঠিক কোন জবাব কেউ দিতে না পারলেও উক্ত বিবাদমান সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা রয়েছে বলে জানান অনেকেই। তবে সকলেই ফসল নষ্ট করে রাতারাতি সম্পত্তি জোর দখলের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, উক্ত ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অবনতি এবং বড় ধরনের সংঘাতের আশংকায় তৎক্ষনাৎ সেখানে ফোর্স পাঠিয়েছি। সম্পূর্ণ তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।