মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় নওগাঁ শহরের এ-টিম মাঠে রাষ্ট্রীয় সন্মান দেয়া হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে আব্দুল মালেক-এর কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার খান সালমান হাবিব। এছাড়া জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জানাজার সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ খালেক, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- এর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ নজমুল হক সনি, মামনূর রহমান রিপন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান নয়ন ও পরিবারের পক্ষে ছোট ভাই আমজাদ হোসেন বক্তব্য রাখেন। নামাজে জানাযায় সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বক্তারা মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে মুক্তি যোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
মরহুম আব্দুল মালেক গতকাল সোমবার বেলা আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি ছিলেন নওগাঁ জেলার অন্যতম মুক্তিযোদ্ধা ও সংগঠক ছিলেন। গত ৩০ বছর ধরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি একা ধারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।