মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী শ্রেণী সচেতনতা মূলক বক্তব্য অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ে মোছা:শেফাতি রাব্বানীর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সুরক্ষা সেবা বিভাগ নওগাঁর আয়োজনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো: রমজান আলী, সহকারী প্রধান শিক্ষিকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, মোঃ কামরুজ্জামান স্যার ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কর্তৃক জনসচেতনতা মূলক,জেলা প্রতিনিধি এবং স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং জেলা প্রতিনিধি,ও প্রোগ্রামার নওগাঁ সহ সহকারী শিক্ষক,মোঃ আব্দুল হামিদ খাঁন,মোঃ রশিদুল ইসলাম, , হারুন অর রশিদ , প্রণব কুমার দাস, সারথী পোদ্দার, আমিনুল ইসলাম প্রমূখ।
সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জঙ্গি,জুয়া ,ও সাইবারসহ বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে যেন সুন্দর জীবন গঠন করতে পারি, এবং এটির মাধ্যমে জীবনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি মূলত তার জন্য আজকের এই অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কর্তৃক আজকে এই অনুষ্ঠানের সম্মানিত,প্রধান বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক মন্ডলী সহ,ছাত্রছাত্রীবৃন্দ সমাজ থেকে মাদক নির্মূলের জন্য শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।
এবং এতিম ছেলে মেয়েদের মাঝে জ্যামিতি বক্স বিতরণ করা হয়, এবং প্রধান শিক্ষিক স্যার ও প্রধান অতিথি স্যার কে মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্টিকার প্লেট বিতরন করা হয়। শিক্ষার্থীদের মতে আমাদের বিরোধী শপথ পাঠ করা হয়।ও দেওয়ালের প্রতিস্থাপন করা হয়।প্রত্যেক স্কুল থেকে আসা, শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা করা হয়।
এরকম আরো সংবাদ পড়ুন...