নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের অপসারণ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ-নাটোর সড়কের সামনে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন শিক্ষক সেকেন্দার আলী, হেলেনা আক্তার, জাহাঙ্গীর আলম ও সাগর স্যান্যাল, শিক্ষার্থী হেলাল উদ্দিন, ফতেমা আক্তার, সুমাইয়া আক্তার ও মোছাম্মদ আশা। বক্তারা বলেন, শিক্ষক আব্দুল কুদ্দুস ও রুবেল হোসেন কলেজে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা দোসরদের নিয়ে কলেজের জমিতে উৎপাদিত ফসলসহ বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন। এসব দুর্নীতি আড়াল করতে প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে পদত্যাগ করার দাবী উত্থাপন করেছেন। এসব অনিয়ম বন্ধ করতে দুর্নীতিবাজ দুই শিক্ষককে অপসারণ করে তাদের বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।