1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম মান্দায় অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ নওগাঁ থেকে আলোচিত  সুবা  উদ্ধার নওগাঁর পত্নীতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি – আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার  নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেল শীতবস্ত্র নওগাঁয় ডাক্তারের দুর্ব্যবহার: সেবা নিতে এসে অপমানিত রোগীরা হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার মান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে হুমকি; নিরাপত্তাহীনতায় কৃষকরা

নওগাঁয় ঈদগাহের জমি খারিজে ৫৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

  • প্রকাশকাল: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার পড়েছেন

ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এ দুই ঈদের জামাত যে জায়গায় অনুষ্ঠিত হয় সেই ঈদগাহের জমি খারিজ করতেই ঘুষ লেগেছে ৫৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার মধ্য-দূর্গপুর গ্রামে।

অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন- বাংলাদশে ভূমি অফিসার কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাবেক নওগাঁ সদর-চন্ডিপুর ভূমি ইউনিয়ন সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান (কল্লোল)। বর্তমানে তিনি জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ এনায়তেপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন।

এদিকে ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহের মাঠের জমি খারিজ করতে ৫৫ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। যেখানে প্রতি খারিজ সরকারি ফি ১১৫০ টাকা হিসেবে ২টি খারিজে দুই হাজার ৩শ টাকা লাগার কথা সেখানে ৫৫ হাজার টাকা নিয়েছেন তিনি। এমন পুকুর চুরি দুর্নীতি বন্ধে সরকারসহ প্রাশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিসহ পুরো এলাকাবাসী।

মধ্য দূর্গপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সভাপতি-ক্যাসিয়ারসহ আমরা যখন কাগজপত্র নিয়ে কল্লোল সাহেবের কাছে গেলাম তখন তিনি দেখে বলেন এটা খারিজ হবেনা। পরে মোতায়াল্লী গিয়ে কথা বলে ৫৫ হাজার টকা কন্টাক্ট করেছে। সেই কন্টাক্ট অনুযায়ী টাকা নিয়ে খারিজ বের করে দিয়েছে।

মধ্য দূর্গপুর ঈদগাহ মাঠ ও মসজিদের মোতায়াল্লী নজরুল ইসলাম বলেন, আমি যখন কল্লোল সাহেবের নিকট গিয়ে খারিজটা পার করে দেয়ার অনুরোধ করি, তখন তিনি বলেন ৬০ হাজার টাকা লাগবে খারিজ পার করতে। অনেক অনুরোধের পর ৫ হাজার টাকা কমাতে রাজি হন। সেদিন তার হাতে ৩০ হাজার টাকা দিয়ে আসি এবং কাজ করতে বলি। পরে তার অফিসের এক ছেলেকে বাসায় পাঠায় তার হাতে আরও ২০ হাজার টাকা দেই। পরে আমি গিয়ে অফিসে আবার তাকে ৫ হাজার টাকা দিয়ে কাগজপত্র নিয়ে আসি। তিন ধাপে সর্বমোট ৫৫ হাজার টাকা দিয়েছি তাকে।

ঈদগাহের সভাপতি আফজাল হোসেন বলেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ করতে গিয়ে যদি এত টাকা ঘুষ দিতে হয়। তাহলে সাধারণ মানুষের জমিজমার কাজ করতে তিনি কত টাকা নেন? এগুলার সঠিক তদন্ত হওয়া দরকার, এদের বিচার হওয়া দরকার।

এ বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান (কল্লোল) এর সঙ্গে কথা হলে তিনি বলেন, তাদের একটা দলিল ৬৮ সালের সেটা পুড়ে গেছে, ভলিউম নাই এ কারণে আমি না করে দিয়েছিলাম। পরে তাদের অনুরোধে খারিজ প্রস্তাব করেছি, খারিজ করেছে এসিল্যান্ড। আমি কোন টাকা নেইনি, কে টাকা নিছে না নিছে আমি বলতে পারবনা।

নওগাঁ সদর উপজেলার সাবেক ভূমি কর্মকর্তা শওকত মেহেদী সেতু বলেন, আমার কাছে খারিজের প্রস্তাব এসেছে আমি খারিজ করে দিয়েছি। আমি কোন লেনদেন করিনি, এখানে কে টাকা নিয়েছে তা আমার জানা নেই।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস,এম, রবিন শীষ বলেন, উনি (কল্লোল) তো আমাদের এখানে আর নেই, বদলি হয়ে গেছে। আর যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় সেহেতু আমার কাছে কোনো অভিযোগ আসলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবো, তারা যে ব্যবস্থা নেবে সেটাই হবে।

সূূত্র- সময়ের কন্ঠস্বর

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews