স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় ছাত্র জনতা ও এলাকাবাসির ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষাকেন্দ্র বহাল রাখা,প্রসংসাপত্র ও মার্কসীটের জন্য কোন প্রকার টাকা না নেয়া,পরীক্ষার ফরম পূরনের জন্য বোর্ড ফি থেকে অতিরিক্ত টাকা না নেয়া,ছাত্রীদের কমনরুম থেকে সিসিটিভি সরিয়ে নেয়া এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে শিক্ষা ব্যাবস্থা এবং পড়াশুনার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ইমরান নাজির,আরাফাত,আবু হাসান,একরামুল,নাকিবুল হাসান,আশরাফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শেষে ছাত্র জনতা ও এলাকাবাসির ৫ দফা দাবি সংবলিত আবেদনপত্রটি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহুরুল ইসলামকে প্রদান করা হয়। এসময় ৭নং প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং প্রভাষক আখতারুজ্জামান আল মুনসুরসহ ওই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একসপ্তাহের মধ্যে তাদের সকল দাবি মেনে না নিলে আগামীতে একদফা দাবি আদায়ের হুঁশিয়ারি প্রদান করেন তারা।