পত্নীতলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় গত ৫ আগস্ট রাতে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস বানু (৫৭) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বিলকিস বানুর বাড়ি নজিপুর পৌরসভার অন্তর্গত মামুদপুর গ্রামে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবুল হোসেন (৬২) গত ১০ আগস্ট একই গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে ১) মো. আবুল কালাম আজাদ লিটু (৫১), মো. আবদুর রহমানের ছেলে ২) মো. রোহান (২২) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামি করে ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৮৫/৩৮৭/৪৩৬/৪২৭/৩৮০/৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৪। মামলার প্রেক্ষিতে পত্নীতলা থানা পুলিশ ১৩ আগস্ট রাত আনুমানিক ৯টায় মামুদপুর ব্রীজের মোড় থেকে মো. আবুল কালাম আজাদ লিটুকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা গেছে, ১নং আসামি আবুল কালাম আজাদ একজন সন্ত্রাসী। গত ৪/১২/২০১৮ তারিখে সে মামলার বাদী তথা নিহত বিলকিস বানুর স্বামী আবুল হোসেনের চাচা ইসাহাক হোসেনকে নিজ বাড়িতে হত্যা করে। এই ঘটনায় ৫/১২/২০১৮ তারিখে লিটুকে ১নং আসামি করে পত্নীতলা থানায় মামলা হয়। যার মামলা নং-৭্। এই মামলায় লিটু পুলিশের হাতে ধৃত হন এবং বেশ কিছুদিন হাজতবাস করার পর জামিনে বেরিয়ে আসেন। এই মামলার একজন স্বাক্ষী ছিলেন বাদী আবুল হোসেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই লিটু আবুল হোসেনকে ভয়ভীতি প্রদর্শন এবং মামলার খরচ হিসাবে ২ (দুই) লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন।
গত ৫আগষ্ট রাত ১১টায় আসামিরা দলবদ্ধ হয়ে চাপাতি, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্রাদি নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাদীকে খুঁজতে থাকে। এ সময় আসামিরা বাদীকে বাড়িতে না পেয়ে ভাংচুর চালায়। আসামিরা বাদীর আলমারির ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ২ (দুই) লাখ টাকা এবং ৭ (সাত) লাখ টাকার স্বর্ণের অলংকার চুরি করে। ভাংচুর ও লুটপাট করার পর আসামিরা বাদীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ (এগার) লাখ টাকা।
বাদীর স্ত্রী স্কুল শিক্ষিকা আসামীদের বাঁধা প্রদান করিলে আসামিরা তাঁকে মারপিট শুরু করলে সে প্রাণভয়ে বাড়ি হতে দৌড়াইয়া পালাতে চেষ্টা করে। এ সময় সে মোবাইলে আমাকে ঘটনা বিষয়ে জানায়। আসামিরা আমার স্ত্রীকে ধাওয়া করে মামুদপুর দক্ষিণপাড়া মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর ধরে ফেলে এবং ১নং আসামি আবুল কালাম আজাদ লিটু ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রী বিলকিস বানুর মাথায় কোপ দেয়। এতে আমার স্ত্রী মাথায় রক্তাক্ত কাটা জখম হয়ে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমি রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ০৬/০৮/২০২৪ তারিখে থানা পুলিশের মাধ্যমে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফন করা হয়।
থানায় প্রদত্ত অভিযোগে বাদী আরো জানান, ১ ও ২ নং আসামি একই দিনে অর্থাৎ গত ৫আগষ্ট রাত আনুমানিক ৮টায় মামুদপুর ব্রীজ মোড়ে বাদীর মেয়ে জামাই শাহিনুর ইসলাম (৪০) একা পেয়ে লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে। এ সময় শাহিনুর প্রাণভয়ে ব্যবহুত মোটর সাইকেল ফেলে পালিয়ে গেলে আসামিরা মোটর সাইকেলটি জালিয়ে দেয়।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন বলেন, আসামি আবুল কালাম আজাদ লিটুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।