1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ থেকে আলোচিত  সুবা  উদ্ধার নওগাঁর পত্নীতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি – আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার  নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেল শীতবস্ত্র নওগাঁয় ডাক্তারের দুর্ব্যবহার: সেবা নিতে এসে অপমানিত রোগীরা হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার মান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে হুমকি; নিরাপত্তাহীনতায় কৃষকরা সাপাহারে জবই বিলে চিত্রায়ন হলো জাতীয় কবির বাংলাদেশ কবিতা সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

বদলগাছীতে চার মাদক ব্যবসায়ীকে আটক, রফাদফা করে ছেড়ে দিল ডিবি পুলিশ

  • প্রকাশকাল: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়েছেন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চার মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের টাকা রফাদফার পর ছেড়ে দিল ডিবি পুলিশ।
ঘটনাটি ঘটিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মো: মুকুল হোসেন।
আটককৃত মাদক ব্যবসীরা হল উপজেলার  ফতেজঙ্গপুর গ্রামের মজিবর মন্ডলের ছেলে
এরশাদ হোসেন (৫৫), সোহাসা গ্রামের মিঠু হোসেন (৩০), বদলগাছী পিন্ডিরা গ্রামের ওশমানের ছেলে মিল্টন হোসেন(৪৮)।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মুকুল হোসেন, একজন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বদলগাছী সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর মাদ্রাসা গেটের সামনে হতে ৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী এরশাদকে আটক করে।
এরপর তার মেবাইল ফোনের মাধ্যমে ডেকে  পাইলট স্কুলের পূর্বপাশ থেকে ২ বোতল ফেনসিডিল সহ মিঠুকে আটক করে।
পরে মিঠু ও এরশাদের মাধ্যমে ডেকে নিয়ে ব্যবসার মূলহোতা মিল্টনকে মাছ বাজারের সামনে থেকে আটক করা হয়।
আটকের পর মিঠু ও এরশাদকে বদলগাছী – নওগাঁ সড়কের পাশে পেট্রোল পাশ্প এলাকায় নিয়ে গিয়ে রফাদফা করে ছেড়ে দেয়। এবং মিল্টনকে স্টেডিয়ামের মধ্যে নিয়ে গিয়ে মোট অংকের টাকা রফাদফা করে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও এদিন পাইলট স্কুল মাঠ হতে বৈরাগীপাড়া দিঘিরপাড়ের কাঞ্চন মন্ডল নামের এক চপবিক্রেতাকে বাংলামদ সহ আটক করে তার কাছে থাকা ৩৬শত টাকা সহ মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া  হয়েছে।
সূত্রের তথ্যমতে ৪ মাদক ব্যবসায়ীর নিকট হতে আনুমানিক ২ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

মাদক ব্যাবসায়ী এরশাদ হোসেন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকের পর কাছে থাকা ৫ হাজার টাকা নিয়েছে।  তাছাড়াও কিছু টাকা লেগেছে। তবে ফেনসিডিলগুলো মূলত আমার ছিলনা। আমি আর এসব ব্যবসা করিনা। তবে একজন ফোন দিয়ে বলল একজায়গায় ৫ পিচ মাল আছে একটু এনে দাও।  আমি সরল মনে তার কথা শুনে মালগুলো এনে দিয়ে ফেঁসে গেছি।  তবে কি পরিমান টাকা লেগেছে তা বলতে তিনি রাজি নন।

মিঠু হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আমি মূলত মিল্টন ভাইয়ের আন্ডারে কাজ করি আমাদের পেট্রোলপাম্পের ওখানে রেখে মিল্টন ভাইয়ের সঙ্গে টাকা লেনদেন করে তারপর ছেড়ে দিয়েছে।  তবে কত টাকা নিয়েছে তা বলতে পারব না।

মিল্টন হোসেন বলেন, আমার নিটক কোন মাদক না পেলেও আটক করে স্টেডিয়াম মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে টাকা দাবী করেন কিন্তু আমি কোন টাকা দেয়নি।

এএসআই মুকুল হোসেন বলেন, ওইদিন আমি নওগাঁ থেকে বাহিরে কোথাও কোন অভিযানে যাইনি এবং কোন মাদক ব্যবসায়ীকে আটকও করা হয়নি।  তাহলে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার তো কোন প্রশ্নই আসেনা।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এম এ মান্নান বলেন, অফিসিয়াল ভাবে ডিবির কোন   টিম ওইদিন বদলগাছীতে অভিযানে যায়নি।  তবে বিষয়টির সত্যতা আমি তদন্ত করে দেখব।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews