নওগাঁ প্রতিনিধি : “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এ প্রতিপ্যাদে নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পুরাতন কালেক্টর চত্বরে ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণকর রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.হাছানাত আলী, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, বৈষম্য ছাত্র আন্দোলন নওগাঁ সমন্বয়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।