ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোঃ আসলাম হোসেন (সজল) সভাপতি ও মোঃ এমদাদুল হক তরফদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বান্দাইখাড়া ভূমি অফিস চত্বরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার বান্দাইখাড়া বান্দাইখাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ৪১৩ জন ভোটারের মধ্যে ৩৯৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সচিব মোঃ মাহফুজার রহমান জানান, সকাল ৯ টাকা থেকে বিরতিহীন বৈকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।এ ভোটে মোঃ আসলাম হোসেন (সজল) ২৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩২ ভোট।
সভাপতি পদে মোঃ আসলাম হোসেন (সহজ) ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লুৎফর রহমান ১৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ এমদাদুল হক তরফদার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
মোঃ সাখাওয়াত পেয়ছেন ৮৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হেলাল উদ্দিন ৩০৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রহিদুল ইসলাম ৭৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল জলিল ২০২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল সালাম ৯৮ ভোট।দপ্তর সম্পাদক পদে মোঃ আল-আমিন পদে মোঃ ২৬৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছাবেদ ৮৯ ভোট।
ফলাফল ঘোষণা করেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রিজাইডিং অফিসার মোঃ ওয়াজেদ আলী প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,
প্রধান নির্বাচক কমিশন মোঃ নওয়াব আলী সরদার,প্রধান নির্বাচন কমিশন মোঃ মাহফুজার রহমান সহকারী নির্বান কমিশন মোঃ মামুন অর রশিদ প্রমুখ।
এরকম আরো সংবাদ পড়ুন...