মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ : বিজয় দিবস উপলক্ষ্যে থ্রী স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সোমবার বিরতিসহ একটানা বিকাল ৩:০০টা হইতে বিকাল ৫:০০টা পর্যন্ত দুই ঘন্টা এই খেলা অনুষ্ঠিত হয়।
থ্রী স্টার ক্লাবের আয়োজনে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আত্তাব হোসেন। ছাত্রদল নেতা মোঃ শাহজাহান বাদশার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলগাছী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মহসিন ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশেষ সম্মানিত অতিথি মেজর মোঃ মোতাহারুল ইসলাম (অবসরপ্রাপ্ত মেজর: বাংলাদেশ সেনাবাহিনী), নওগাঁ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন রুহুল, বিশেষ আমন্ত্রিত অতিথি নওগাঁ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, বিশেষ অতিথি মোঃ দুলাল হোসেন,শৈলগাছী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুবদল নেতা ওয়াজেদ আলী, যুবদল নেতা জহুরুল ইসলাম শ্যামল, বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা মোঃ মুকুল হোসেন প্রমুখ। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলার প্রামাণ্য চিত্র ধারণ করেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ। খেলা শেষে আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে একটি খাসি পুরস্কার প্রদান করেন এবং পরাজিতদের হাতে দুটি রাজহাঁস পুরস্কার প্রদান করেন। উপস্থিত দর্শকগণ বিজয়ীদের নিয়ে অত্যন্ত আনন্দ উল্লাস করতে থাকেন। তাদের আনন্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মাগরিবের আযান পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে। অতঃপর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।