মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :নওগাঁ জেলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের মুক্তমঞ্চে গত ৯ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সোমবার সন্ধ্যা ছয়টার সময় মহীয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী উৎসব পালন করা হয়।
নওগাঁ জেলা শহরের স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন- “একুশে পরিষদ নওগাঁ”- অনুষ্ঠানটির আয়োজন করে। নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা মহীয়সী বেগম রোকেয়ার ১৪৪তম জন্মবার্ষিকী এবং ৯২ তম মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠানে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রবন্ধ পাঠ, মুক্ত আলোচনা, নৃত্য, গান, আবৃত্তি ও আলোক প্রজ্বালনের মাধ্যমে মহীয়সী বেগম রোকিয়াকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন- “একুশে পরিষদ নওগাঁ”-র সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক এম এম রাসেল, অন্যতম উপদেষ্টা বিন আলী পিন্টুসহ প্রমুখ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিশেষ করে কলেজ শিক্ষক সাকিরুল ইসলাম রাসেল, প্রতাপ চন্দ্র সরকার এবং অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী, একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি গুলশান আরা মনি এবং সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন মহীয়সী বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।