মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার রোকনোজ্জামান নামের এক কৃষকের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের আড়াই বিঘা জমির ধান পুড়ে গেছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার ১০নং ইউপির আমাইড় অষ্টমাত্রাই গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত আঃ রউফ ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক রোকনোজ্জামান জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে খলিয়ানে পালা দিয়ে রেখেছিলেন। মঙ্লবার রাত ১:৩০ মিনিট টার দিকে প্রতিবেশীরা ওই ধানের পালায় আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। এরই মধ্যে পালায় থাকা আড়াই বিঘা জমির ধান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক রোকনোজ্জামান বলেন, আড়াই বিঘা জমির ধান কেটে আমার বাড়ির খলিয়ানে ধানের পালা করে রেখেছিলাম। বাড়ির খলিয়ানে ধানের পালায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এই আড়াই বিঘা জমির ধানের পালায় আগুন দেওয়ায় বর্তমানে বাজার অনুযায়ী আমি প্রায় ৮০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছি। তিনি আরও বলেন ধানের পালাতে আগুন দিয়েছেন কারা তা আমি বুঝতে পেরেছি তা পূর্ব শত্রুতার জের ধরে এমনটি ঘটিয়েছেন বলে জানান। এই বিষয়ে পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
পত্নীতলা থানার ওসি শাহ মোঃ এনাতুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এরকম আরো সংবাদ পড়ুন...