মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :নওগাঁয় চার বরেণ্য শিক্ষাবিদ নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয় ও নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক নূর উল হক, নওগাঁ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এ এফ এম মোঃ মাহফুজুর রহমান এবং নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ মুর্ত্তজা রেজার প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ শুক্রবার বিকেল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত একটানা আড়াই ঘন্টা ব্যাপী নওগাঁ জেলা শহরের প্যরীমোহন সাধারণ গ্রন্থাগারে একুশে পরিষদ নওগাঁর আয়োজনে ‘গুণিজন চতুষ্টয়’ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন, ‘একুশে পরিষদ নওগাঁ’-র উপদেষ্টা কবি আব্দুস ছাত্তার মন্ডল, নওগাঁ জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমুদ চন্দ্র দেবনাথ, নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস শুকুর খান, কেডিয়ানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম খান লিটন ও জহুরুল ইসলাম খান।
‘গুণিজন চতুষ্টয়’ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আলতাফ হোসেনের পুত্র প্রফেসর মো. নাজিব হাসান, অধ্যাপক নূর উল হকের কন্যা স্কুল শিক্ষিকা এন এস এম রুবায়াত ই জান্নাত এবং অধ্যাপক এ এফ এম মোঃ মাহফুজুর রহমানের পরিবারের সদস্য। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত এই চার জন বরেণ্য শিক্ষাবিদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চার গুণী শিক্ষাবিদের জীবনী পাঠ করেন একুশে পরিষদ নওগাঁর সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, সাহিত্য সম্পাদক সায়মা ফেরদৌসী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন জয় ও কার্যকরী কমিটির সদস্য পরিতোষ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য খন্দকার হাসেম আলী রঞ্জু। বক্তারা তাদের আলোচনায় চারজন গুণী শিক্ষাবিদের বর্ণাঢ্য জীবনের নানান বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা আরো বলেন, সত্যিকার অর্থে তাঁরা চারজন শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ ছিলেন। এই চার বরেণ্য শিক্ষাবিদ ছিলেন সমাজের পথপ্রদর্শক। তাঁরা আলোর দিশা হয়ে ছিলেন। সেই সাথে সফল শিক্ষাবিদ হিসেবে এ অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে অসামান্য অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য এই চার গুণী ‘একুশে পরিষদ নওগাঁ’-র উপদেষ্টা ছিলেন।