নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র সামাজিক ও সংস্কৃতিক অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তা রফিকুদ্দৌলা রাব্বী আর আমাদের মাঝে নেই।
তিনি সোমবার রাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কিডনী রোগে ভুগছিলেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হলে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সকালে তাঁর মরদেহ নওগাঁয় পৌঁছালে সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তাঁকে এক নজর দেখার জন্য ছুটে আসেন।
রাব্বী নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তবে সাংস্কৃতিক ব্যাক্তি হিসেবেই তিনি সর্বগ্রাহ্য ছিলেন।
তিনি আবৃত্তি পরিষদ নওগাঁ “আপন” এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আপন-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি সামাজিক সংগঠন একুশে পরিষদ, সাংস্কৃতিক সংগঠন কবি শাহ আলম চৌধুরী চারু পাঠ, হাতে খড়ি নওগাঁ, সংগীত নিকেতন, বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমী, নৃত্য সংগঠন নৃতাঞ্জলি একাডেম, নৃত্য রং একাডেমী, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ লোকজ সংস্কৃতি ফোরাম, শিশু বিকাশ নওগাঁ, ঐকতান নওগাঁ, সপ্তক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের সাথে নানাভাবে সম্পৃক্ত ছিলেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী ছিলেন। এছাড়াও তিনি আবৃতি সমন্বয়ে পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
তিনি ছিলেন নওগাঁর বলিষ্ঠ অভিনয় ও আবৃত্তি শিল্পী। আপনার দরাজ গলার অবৃত্তি সকলকে আকৃষ্ট করতো।
গুণি এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রথম নামাজে জানাজা সোমবার বাদ জোহর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আড়াইটায় তার মরদেহ কেন্দ্রীয় মিনারে নেয়া হয়। সেখানে স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বাদ আসর নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাজার শেষে নওগাঁ কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এই জানাযায় সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।