আদিবাসীরা ও গ্রামবাসী পার্শবর্তীরা জানায়, বিগত প্রায় ৫০/৬০ বছর ধরে এই আদিবাসী জনগোষ্ঠী সেখানে বসবাস করে আসছে। সে সময় জায়গাটি নিচু ছিল,আদিবাসীরা সেই নিচু জায়গাটি ভরাট করে বসতবাড়ি তৈরি করে বসবাস করছে।
গত ২০২০ সালে সেই জায়গাতে কু-নজর পড়ে এই চৌধুরী বংশের। সে একবার আদিবাসীদের মারপিট করে, সেখান থেকে উৎখাত করার চেষ্টা করেছিল । স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিকট আদিবাসিরা লিখিত দরখাস্ত দিলে,চেয়ারম্যান চৌধুরী গংদের নোটিশ করে, তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে না পারায় নিষেধ করেন সেখানে যেতে, আদিবাসিদের একটি লিখিত প্রত্যয়নও দেন চেয়াম্যান।
২৫ জানুয়ারি শনিবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে, পুরো পাড়ায় তাদের বসতবাড়ী ঘেঁষে কাঁটাতারের বেড়া দিয়ে ঘরবন্দি করে ।এ ঘটনায় থানায় অবগত করলে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে চলাচলের জন্য কিছুটা তারকাটা তুলে দেয়, ৫ ফেব্রুয়ারি বুধবার দুপর তিনটায় ভূমিদস্যুরা পূনরায় তারকাটার বেড়া দিয়ে গৃহবন্দী করে,ভূমিগ্রাসীরা ভুক্তভোগীদের প্রতিনিয়ত খুন,জখমের হুমকি দিয়েই চলছে, এঅবস্থায় আদিবাসীরা মানবেতর দিন কাটাচ্ছে, আদিবাসীরা এই বন্দী অবস্থা থেকে রক্ষা পেতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে।