1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী ২৭টি পরিবারকে কাটাতারের বেড়ায় বন্দী নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড  নওগাঁয় বুলু উকিলের আঘাতে মোয়াক্কেলের মাথা ফাটায়; থানায় অভিযোগ নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম মান্দায় অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ নওগাঁ থেকে আলোচিত  সুবা  উদ্ধার নওগাঁর পত্নীতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি – আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার  নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেল শীতবস্ত্র

নওগাঁয় সংস্কৃতিজন মরহুম রফিকুদ্দৌলা রাব্বির স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়েছেন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ : নওগাঁয় সংস্কৃতিজন মরহুম রফিকুদ্দৌলা রাব্বির স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা শহরের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গত  শুক্রবার বিকাল ৩ টায় থেকে  রাত ৮ টা পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপী নওগাঁ কৃষ্ণ ধন (কে.ডি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে নওগাঁর সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানারে আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বির স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, স্মৃতিচারণ, ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মরহুম রফিকুদ্দৌলা রাব্বিকে। আলোচকরা বলেন, রফিকুদ্দৌলা রাব্বি জীবিকার প্রয়োজনে একজন সরকারি কর্মচারী হিসাবে কাজ করেছেন। তবে নওগাঁর মানুষের কাছে সংস্কৃতিজন হিসেবেই পরিচিত। সভায় সভাপতিত্ব করেন স্মরণ সভা উদযাপন পরিষদের আহবায়ক ডাঃ ময়নুল হক দুলদুল। স্বাগত বক্তব্য দেন স্মরণ সভা উদযাপন পরিষদের সদস্য সচিব কবি মনোয়ার হোসেন লিটন। আরো বক্তব্য দেন কবি,সাহিত্যিক ও গবেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউল হক সিদ্দিকী।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, ‘একুশে পরিষদ নওগাঁ’- র সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম, নওগাঁ জেলা শাখার সভাপতি সুবল চন্দ্র মন্ডল, নৃত্য রং একাডেমীর পরিচালক ডি এম লিজা সুলতান, কবি ম আ ব সিদ্দিকী বাদাম, মরহুম রফিকুদ্দৌলা রাব্বির ছোট ভাই রোকনউদ্দৌলা রোকনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটিতে একটানা পাঁচ ঘন্টা ছবি উঠানো ও ভিডিও চিত্র ধারণ করেন ‘একুশে পরিষদ নওগাঁ’- র সদস্য, “বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম”, নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ। সংস্কৃতিজন লেখক “একুশে পরিষদ নওগাঁ”- র সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ রাসেলের লিখিত রফিকুদ্দৌলা রাব্বির জীবনগাথা থেকে জানা যায় যে, বিরল কণ্ঠের অধিকারী নন্দিত আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বি। নন্দিত এই বাচিক শিল্পী নওগাঁ-র আবৃত্তি জগতকে করেছেন উজ্জ্বল। আজ থেকে ৬১ বছর আগে ১৯৬৩ সালের ৪ জুন রফিকুদ্দৌলা রাব্বি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সতীতলা গ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু বেড়ে উঠেছেন নওগাঁ শহরে। তার শৈশবও কেটেছে ইট-কাঠের এই শহরে।

ছোটবেলা থেকেই ছিলেন শিল্পমনা। তার বাবা প্রয়াত মোঃ ওবায়দুল্লাহ সরকার আর মাথা মোছাঃ রওশন আরা বেগম। পড়াশোনা করেছেন নওগাঁ পিটিআই ও চকএনায়েত প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৮০ সালে কেডি স্কুল থেকে মাধ্যমিক, ১৯৮৫ সালে এইচ এস সি এবং ১৯৯২ সালে বি.কম. পাস করেন নওগাঁ সরকারি কলেজ থেকে। স্কুল জীবন থেকেই আবৃত্তির প্রতি গভীর আগ্রহই তাঁকে আবৃত্তি শিল্পের মধ্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে প্রবেশ করেন। এ সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হন। উৎসাহ থেকেই ১৯৮৫ সালে জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক ভাষা সৈনিক প্রয়াত শেখ নূরুল ইসলাম এর সান্নিধ্যে দুই বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে অধ্যাপক তৌহিদ আহমদ, অধ্যাপক শাহ আলম চৌধুরী, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, মোঃ কায়েস উদ্দিন এবং আবৃত্তি পরিষদ নওগাঁর আবৃত্তি শিল্পীদের সাহচর্যে আবৃত্তিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছেন। আবৃত্তি চর্চার ধারাবাহিকতায় 2005 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী, নওগাঁর ব্যবস্থাপনায় নাট্য বিষয় কর্মশালা এবং ২০১১ সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। রাজশাহীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর ব্যবস্থাপনায় বিভাগীয় ও আঞ্চলিক আবৃত্তি উৎসব ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার, রাজশাহীর আয়োজনে বিভাগীয় সংস্কৃতি উৎসবে এবং বিভাগীয় গ্রন্থমেলায় সিরাজুল ইসলাম আবেদের গ্রন্থনায় রফিকুদ্দৌলা রাব্বি-র নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘শকুনের এখনও সুদিন’ পরিবেশিত হয়। প্রযোজনাটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমিতে পরিবেশিত হয়ে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান সুবর্ণ উচ্চারণ, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকায় নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান জ্বালাও আলো আপন আলোয়, রাজশাহী এবং নওগাঁয় অনুষ্ঠিত জাতীয় ও বিশেষ দিবসে আবৃত্তি অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেছেন। আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্যশিল্পেও তাঁর রয়েছে সফল পদচারণা।

তিনি অভিনয়ে সমান পারদর্শী ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে-শাস্তি, মধুরেনু, নৈশভোজ, দেবী চৌধুরানী, নবাব সিরাজ-উদ-দৌলা, ফাঁস, ডাইভোর্স,৭১ এর পালা, সাইক্লোন, ঠসার সংসার, আপদ, বিবাদ, জলতরঙ্গ, মৃত্যুহীন প্রাণ, বশীকরণ, আমাদের সন্তানেরা, দুই বিঘা জমি, পুঁজি, আল্লা রাখা, হোটেল শাহজাহান রুম নম্বর ২০২ সহ অসংখ্য। এছাড়াও তিনি ছিলেন উপস্থাপক হিসেবে দর্শক নন্দিত। আবৃত্তি পরিষদ নওগাঁর জন্মলগ্ন থেকে আমৃত্যু নিরলস শ্রম ও ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলায় এবং নওগাঁ জেলায় গোষ্ঠীগত আবৃত্তি চর্চায় অসামান্য অবদান রাখায় ২০০২ সালে আবৃত্তি পরিষদ নওগাঁ-র পঞ্চদশ বর্ষপূর্তিতে তাঁকে সম্মাননা প্রদান করে। আবৃত্তি পরিষদ নওগাঁর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আমৃত্যু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি পঞ্চাশটির বেশি আবৃত্তি প্রযোজনার গান থানা ও নির্দেশনা দিয়ে দলীয় আবৃত্তি চর্চাকে দর্শক নন্দিত করেছেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমী, নওগাঁ জেলা শাখা এবং কবি শাহ আলম চৌধুরী চারু পাঠ নওগাঁ-র আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন। আবৃত্তি শুধু কন্ঠের শিল্প নয়, মস্তিষ্কেরও শিল্প সে লক্ষ্যে তিনি কাজ করেছেন।

একুশে পরিষদ নওগাঁ এবং প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি, শাহ আলম চৌধুরী ফাউন্ডেশন ও সুজন শিল্পী গোষ্ঠী, নওগাঁর সহ-সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির আজীবন ও নির্বাহী সদস্য এবং প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান নওগাঁ করোনেশন হল সোসাইটির আজীবন সদস্য এবং নাট্য সচিব হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্ব পালন করেছেন তিনি। আবৃত্তি শিল্পে বিশেষ অবদান রাখায় তিনি জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৩ প্রাপ্ত হন।

২০১৯ সালে বাংলাদেশ টেলিভিশনের আবৃত্তি শিল্পী হিসেবে ‘ক’শ্রেণির তালিকাভুক্ত হন। রফিকুদ্দৌলা রাব্বি ছিলেন দুরন্ত, ছিলেন দুর্নিবার। নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন অন্তহীন প্রাণ। সর্বদা হাসিমাখা মুখখানি এখনো আমাদের সামনে ভেসে ওঠে। এই সরলপ্রাণ মানুষটি সকলকে কাঁদিয়ে ২০২৪ সালের ২৪ নভেম্বর রাত ৩:০০টা ৩০ মিনিটে না ফেরার দেশে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews