1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সাংবাদিক বনাম সেনাবাহিনীর মধ্যে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেত্রকোনার দুর্গাপুরে ৬ ডিসেম্বর  হানাদারমুক্ত দিবস নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধানের পালায় আগুন  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্যজনক চুরি নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে এডভোকেসী- আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান। নেত্রকোনায় নির্যাতিত যুবদল নেতা নান্টুকে অটোগাড়ি প্রদান করলো বিএনপি তারেক ও বাবরের খালাসের খবরে আটপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন মান্দায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা আটক মহাদেবপুরে খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে;চালকসহ নিহত ২

নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশকাল: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়েছেন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ

নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহরের নওগাঁ মুক্তির মোড় সংলগ্ন নওগাঁ জেলা পরিষদ পার্কের উত্তর গেটের ডান পাশে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান এর স্মৃতিফলকের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এই র‍্যালীটি নওগাঁ জেলা শহরের কেডির মোড়-ব্রীজ মোড়-সরিষাহাটি মোড়-নওগাঁ পিটিআই গেট সংলগ্ন হয়ে নওগাঁ মুক্তির মোড়-জেলা পরিষদ পার্কের দক্ষিণ গেটে জহির রায়হান চলচ্চিত্র সংসদের কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়। ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ এবং ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দুই দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উৎসবের আনন্দ শোভাযাত্রাটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১ টার সময় নওগাঁ মুক্তির মোড় নওগাঁ জেলা পরিষদ পার্কের উত্তর গেটের ডান পার্শ্বে চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান এর স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘এগিয়ে চলার এই মিছিলে আমরাই উন্নত মানুষ হবো’- স্লোগানকে ধারণ করে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জহির রায়হান চলচ্চিত্র সংসদ,নওগাঁ’র সাধারণ সম্পাদক রহমান রায়হান এবং সভাপতি প্রকৌশলী চন্দন দেব এর অক্লান্ত পরিশ্রমের ফলে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মধ্যমণি হিসেবে ছিলেন কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের সন্তান ব্যবসায়িক উদ্যোক্তা ও অভিনয় শিল্পী কেন্দ্রীয় অভিভাবক তপু রায়হান। উৎসব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের দৌহিত্র তরুণ শিক্ষার্থী মোহাম্মদ ইয়ামিন রায়হান। কেন্দ্রীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সারাদেশের পাঠাগার আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক বইবন্ধু কাজী এমদাদুল হক খোকন। আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও সমাজ সেবিকা কাওসার পারভীন, কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের পুত্রবধু শাহীন রায়হান, ব্যবসায়িক উদ্যোক্তা মোহাম্মদ উল্লাহ সাগর এবং মোঃ মেরাজুল ইসলাম সরকার, শিক্ষার্থী ও ক্রিয়েটিভ ডিজাইনার গাজী ফাহিন শাহরিয়ার প্রিন্স, তরুণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শারদ সারার সামির। স্থানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাহিত্যিক, নওগাঁ জেলা উদিচীর সভাপতি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী; বীর মুক্তিযোদ্ধা ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র উপদেষ্টা ময়নুল হক মুকুল; একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি ও সংস্কৃতিজন অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী; জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান রহমান, বরেণ্য সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, ডানা পার্ক এর চেয়ারম্যান ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁ’র উপদেষ্টা এম. মাসুদ রানা, বরেণ্য চিকিৎসক ডাঃ এ. এইচ. এম কামাল আহমেদ, নওগাঁ জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, নওগাঁ জেলার বরেণ্য শিক্ষক ও সংস্কৃতিজন পুতুল রাণী ব্যানার্জি, নওগাঁ’র কবি, লেখক ও সংস্কৃতিজন মনোয়ার হোসেন লিটন। উৎসব ভেন্যু প্রধান ছিলেন চন্দন কুমার সাহা, ময়েন উদ্দিন, বেলাল হোসেন এবং ফারুক চৌধুরী। উৎসব সঞ্চালনা টিমে ছিলেন রহমান রায়হান, আবুল খায়ের, প্রামাণিক মুস্তাফিজার রহমান, নূর নাহার সুষমা সাথী, সুবল চন্দ্র মন্ডল, তোফাজ্জল হোসেন তপু, পুতুল রাণী ব্যানার্জী এবং শরীফ উদ্দিন। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের উৎসবস্থল ছিল নওগাঁ জেলা শহরের জহির রায়হান ভাস্কর্য চত্বর, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশ এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ। নওগাঁ জেলা শহরের কবিতা কুঞ্জ, বাউলবাড়ী, ত্রিতাল একাডেমি, হাতেখড়ি, নৃত্য রং একাডেমি, বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরী স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানটি উৎসবমুখর করে তোলে। বৃক্ষরোপণ, শস্য বীজ বপন, চিত্রাংকন প্রতিযোগিতা, ইচ্ছেমতো সাজ প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, বাউল গান, ভাষা ও মুক্তিযুদ্ধের গল্পের আসর, আবৃত্তি, সংগীত সন্ধ্যা, নাটক, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী এবং আতশবাজি, পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতার পরিমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews