মান্দা প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও। সৎ ও মেহনতি মানুষ জোট বাঁধো,লড়াই কর।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৫ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন পুনর্গঠন,দ্রুত জাতীয় নির্বাচন,সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু,বৃটিশ আমলের পুলশ আইন বাতিল করে জনমূখী আইন করণ বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গণহত্যার জন্য দায়ীদেও বিচার এবং শেখ হাসিনার পলায়ন পরবর্তী লুটপাট,অগ্নিসংযোগ ও ভাস্কর্য ধ্বংসে জড়িতদের বিচারের দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি মান্দা উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক ডাঃ কাজেম উদ্দিনের সভাপতিত্বে¡ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড ডাঃ এসএম ফজলুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সহ- সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী, কমরেড হাফিজুর রহমান, আলাউদ্দীন,খোরশেদ,আজাদ,ওহিদুর রহমান,ইরাক নাহিদ,আতিউর রহমান এবং বুলবুল প্রমূখ।