আমাদের চাওয়া-পাওয়া রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন। আমাদের বিএনপি’র ১৮দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি আছে। বর্তমান সময়ে প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় এবং অযোগ্য লোকে ভর্তি হয়ে গেছে।
সে জায়গা গুলিতে আমাদের রাষ্ট্র সংস্কারের দরকার। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, নতুন ভোটার তালিকা প্রণয়ন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা এগুলো সবই বিএনপি’র ১৮দফা কর্মসূচির মধ্যে আছে এবং এগুলো বাস্তবায়নই আমরা চাচ্ছি। ব্যাক্তিগত সফরে এসে শনিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সাথে সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের কথাগুলো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি আশা করেন বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করবেন। এতে তারা সহায়তা করবেন। যদি বর্তমান সরকার কাজগুলি না করেন তাহলে আন্দোলন সফলতা পাবেনা। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় কাজ করছেন। গণতন্ত্র রক্ষায় আবারো আন্দোলন করতে হলে তারা করবেন। ছাত্রদের নতুন দল গঠন সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক এদেশে যে কেউ দল গঠন করতে পারেন।