নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিস্ফোরক মামলায় আল আমিন রানা নামে এক আ’লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আল আমিন রানা (৩৮) মৈনম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার ছেলে এবং ৬ নং মৈনম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, উজায়ের নবী নামে এক ব্যাক্তি’র দায়েরকৃত চাঁদাবাজি,অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে’র মামলায় সোমবার সন্ধ্যায় সতীহাট এলাকা থেকে আল আমিন রানাকে আটক করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে স্বচ্ছতার ভিত্তিতে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক্ষেত্রে কোন অনিয়ম করার সুযোগ নেই। তবে কেউ অপপ্রচার ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকেও ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করেন তিনি।