1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সাংবাদিক বনাম সেনাবাহিনীর মধ্যে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেত্রকোনার দুর্গাপুরে ৬ ডিসেম্বর  হানাদারমুক্ত দিবস নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধানের পালায় আগুন  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্যজনক চুরি নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে এডভোকেসী- আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান। নেত্রকোনায় নির্যাতিত যুবদল নেতা নান্টুকে অটোগাড়ি প্রদান করলো বিএনপি তারেক ও বাবরের খালাসের খবরে আটপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন মান্দায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা আটক মহাদেবপুরে খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে;চালকসহ নিহত ২

মহাদেবপুরে রেজিষ্ট্রেশন ছাড়াই আবাসিক এলাকায় তৈরী হচ্ছে বিষাক্ত এসডি চক

  • প্রকাশকাল: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়েছেন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ গ্রামে লোকালয়ে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে বিষাক্ত এসডি চক ফ্যাক্টরি। কোন নিয়মকানুন ছাড়াই গড়ে উঠা এ ফ্যাক্টরিতে কাজ করেন গ্রামের হতদরিদ্র নারীরা। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। ঝুঁকির মধ্যে দিয়ে বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। অভিযোগ আছে অনুমোদনের আগেই প্রোডাক্টগুলো তৈরী করে বাজারে সরবরাহ করা হচ্ছে।

 

সরেজমিনে জানা গেছে, গত চার বছর আগে শীবগঞ্জ গ্রামে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরি। আরশুলা মারার ম্যাজিক চক তৈরী দিয়ে ফ্যাক্টরির কার্যক্রম শুরু হয়। এছাড়া সিরিয়াস চক, নিউ ম্যাজিক চক, ম্যাজিক চক, ওস্তাদ ইনসেক্ট চক, কারেন্ট স্পেশাল চক, ওস্তাদ ইদুর মারার আঠা, ওস্তাদ গাম, দ্বীন ম্যাগ প্লাস, দ্বীন এসওপি সালফেট অব পটাশ সহ কমপক্ষে ১০টি প্রোডাক্ট তৈরী করা হয়। যার বেশির ভাগই নেই রেজিষ্ট্রেশন। এছাড়া ফ্যাক্টরিতে প্রশিক্ষিত কোন কেমিস্ট নাই।

অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ফ্যাক্টরিতে কোন জানালা নাই। ফলে ফ্যাক্টরির ভিতরে মাথা ধরা তীব্র বিষাক্ত গন্ধ। তীব্র গন্ধে যে কেউ মূর্হুতের মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারে। আর সেখানে কাজ করেন গ্রামের ৩০ জন হতদরিদ্র নারী শ্রমিক। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা ঝুঁকির মধ্যে দিয়ে খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। কাজ করার সময় নারী শ্রমিকদের বাচ্চারা এ ফ্যাক্টরিতে অনেক সময় আসা যাওয়া করেন। ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকিসহ প্রানহানির আশঙ্কা রয়েছে এসব শ্রমিকদের।

ফ্যাক্টরিটি নিয়নতান্ত্রিক ভাবে গড়ে না উঠা এবং অনুমোদনহীন প্রোডাক্ট তৈরী করার অভিযোগ মঙ্গলবার বিকেল ৫টায় সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ফ্যাক্টরিতে কাজ করেন। এতে পারিশ্রমিক পান ১৫০ টাকা। বিষাক্ত এ গন্ধে ভবিষ্যতে শরীরের ক্ষতি হতে পারে। তবে সেটা এখন ভেবে কি হবে। এখনকার চিন্তা এখন করতে হবে। পেটতো বাঁচাতে হবে।

প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব তাহার হোসেন মিয়ার ছেলে হুসাইন মোহাম্মদ শাহিন বলেন, রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া চলছে। কিছু প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে। সেগুলো কিছু দিনের মধ্যে বাজারজাত করা হবে। এছাড়া শ্রমিকরা নিরাপত্তার মধ্য দিয়ে ফ্যাক্টরিতে কাজ করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। কোন ধরনের সমস্যা হওয়ার কথা না। আর এখন পর্যন্ত কোন দূর্ঘটনা ঘটেনি।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান বলেন, এসডি চক ফ্যাক্টরিতে কেমিস্ট বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত চক পাউডার, তেলাপোকা মারার চক, ইঁদুর মারার বিষটোপ সহ অনুমোদনহীন পেস্টিসাইড তৈরী করা হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, কিছু প্রোডাক্টের লাইন্সেস নাই। যেহেতু সেখানে বির্ষাক্ত প্রোডাক্ট তৈরী করা। এছাড়া বদ্ধ ঘর, কোন জানালা নাই। কোম্পানি গড়ে উঠার যে নিয়ম সেখানে তা পাওয়া যায়নি। প্রথমত সর্তক হওয়ার জন্য পরামর্শ এবং কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। কোম্পানির ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।#

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews