রাজধানীসহ সারাদেশে সড়কে শৃঙ্খলার দায়িত্বে এখন শিক্ষার্থীরা। নৈপুণ্য দেখিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীর খাবার ও পানিসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকছে বিভিন্ন শ্রেণির মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান। সেই তালিকায় যুক্ত হয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।
৮ আগস্ট রাজধানীর মৎস্য ভবন থেকে শুরু হয় এ কার্যক্রম। ওই দিন মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীদের হাতে পানি ও জুস তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। সুহৃদের সঙ্গে যুক্ত হন ব্যারিস্টার ফারা খান। আজ রোববার তিব্বত, নাবিস্কো, গুলশান লিংকরোড ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি মোড়সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও চিত্রাঙ্কনে ব্যস্ত শিক্ষার্থীদের হাতে সুহৃদরা পৌঁছে দেয় দুপুরের খাবার।
সুহৃদদের মধ্যে কার্যক্রমে অংশ নেন ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফরিদুল ইসলাম নির্জন, সদস্য আবুল হোসেন, শাহিন আলম শাওন, তাইম শেখ, ফাহাদ আনোয়ার, আরিফ প্রধান প্রমুখ।