নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেবার প্রলোভনে ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে নিয়ে গিয়ে অহিংস গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে সদস্য সংগ্রহের সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক কর হয়। এঘটনায় নওগাঁ জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
জানা যায়, গত কিছু দিন আগে নওগাঁ শহরের মাস্টার পাড়ায় মানবতা কৃষি সমবায় সমিতি লিমিটেড রেজিষ্ট্রেশন নিয়ে অফিস খোলেন লতা বানু নামে এক নারী। গত কয়েক দিন থেকে ওই অফিসে কয়েকজন সঙ্গে নিয়ে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেবার জন্য সদস্য সংগ্রহ করতে থাকেন। সদস্য হতে তারা সাধারন মানুষের নিকট থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , মোবাইল নাম্বার ও আবেদন ফর্মে স্বাক্ষর নিচ্ছিলেন। যেখানে লেখা আছে
কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো।
“অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা” শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে “অবস্থান কর্মসূচি” পালন করা হবে।
বিনা সুদে, বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। যার আহবায়ক জানান, আ.ব.ম. মোস্তাফা আমীন আহ্বায়ক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পারলে পুলিশ নিয়ে অভিযান চালিেেয় ঘটনাস্থল থেকে ৪ জনসহ জনকে আটক করা হয়। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাপানিয়া থেকে সদস্য হতে আসা শেফালী বেগম নামে এক নারী বলেন, শুনলাম এখানে সুদ ও শর্ত ছাড়ায় নাকি ঋণ দেওয়া হবে তাই সদস্য হতে ছবি ও ভোটার আইডি দিতে এসেছি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ জানান,সমবায়ের লাইসেন্স নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযোন চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। প্রতারণার জন্য সমবায় অফিসার বাদী হয়ে একটি মামলা করা জন্য বলা হয়েছে। তাছাড়া এর পিছনে আরও গভির কিছু আছে কিনা পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে।
পুলিশ সুপার, মোঃ কুতুব উদ্দিন জানান, তারা বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে গনজমায়ের উদ্দেশে সদস্য সংগ্রহ করছিন। আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি সঠিত তথ্য উদঘাটন করতে পারব।