1. admin@dailyprothomsongbad.com : admin :
  2. drsagor3040@gmail.com : Sardar Mohammad Uttal : Sardar Mohammad Uttal
  3. rakibrimon4949@yahoo.com : Md Rakib Rimon : Md Rakib Rimon
  4. rubelnews9780@gmail.com : Md Rubel Hossain : Md Rubel Hossain
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সাংবাদিক বনাম সেনাবাহিনীর মধ্যে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেত্রকোনার দুর্গাপুরে ৬ ডিসেম্বর  হানাদারমুক্ত দিবস নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধানের পালায় আগুন  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্যজনক চুরি নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে এডভোকেসী- আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান। নেত্রকোনায় নির্যাতিত যুবদল নেতা নান্টুকে অটোগাড়ি প্রদান করলো বিএনপি তারেক ও বাবরের খালাসের খবরে আটপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন মান্দায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা আটক মহাদেবপুরে খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে;চালকসহ নিহত ২

নেত্রকোনায় মোহনগঞ্জ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে পাঠদানে ৮ শিক্ষক।

  • প্রকাশকাল: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়েছেন
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল : নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শ নগরে ‘শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে একজন করে মোট দুইজন শিক্ষার্থী রয়েছে। ওই দুই বিভাগে তাদের পড়াশোনা করানোর জন্য শিক্ষক রয়েছেন চারজন করে আটজন।
উচ্চ মাধ্যমকি পর্যন্ত এমপিওভুক্ত ওই প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষকের বেতন ভাতা বাবদ সরকারের প্রতি বছরে ব্যয় হচ্ছে প্রায় ২৭ লাখ টাকা। যদিও এমপিও নীতিমালা অনুযায়ী প্রতি বিভাগে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকা আবশ্যক।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনুমোদন পাওয়া এই কলেজটিতে ২০২৪ শিক্ষা বর্ষে মানবিক শাখায় রয়েছে প্রায় ১৫০ জন শিক্ষার্থী। আর বিজ্ঞান ও বাণিজ্য শাখায় একজন করে দুইজন শিক্ষার্থী রয়েছে। এছাড়া কলেজটিতে রয়েছে কারিগরি (বিএম) শাখা। কারিগরিতে ২০০ শিক্ষার্থী রয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, জেলার হাওরাঞ্চল উপজেলার আদর্শ নগর বাজারের পাশে সাড়ে ৫ একর জায়গায় ২০১৫ সালে নতুন নামে স্থাপিত হয় ‘শহীদ স্মৃতি মহাবিদ্যালয়’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। পরের বছর থেকে পাঠদানের অনুমোদন পায় কলেজটি। কলেজটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
বিশাল মাঠ, দৃষ্টি নন্দন একডেমিক ভবন, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেলসহ দ্রুত অনেক ভবন গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। আর কারিগরিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে ১৫ জন প্রভাষক ও একজন অধ্যক্ষ রয়েছেন। শুরুতে কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা বেশি থাকলেও ধীরে ধীরে শিক্ষার্থী কমছে বলে জানা গেছে।
সরেজমিনে কলেজে গিয়ে বাণিজ্য বিভাগের দুইজন শিক্ষক ও একজন শিক্ষার্থী পাওয়া যায়। আর বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কাউকেই পাওয়া যায়নি।
বাণিজ্য বিভাগের প্রভাষক চয়ন গোস্বামী বলেন, আমাদের এলাকায় একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তারাই মূলত পাশ করে কলেজে ভর্তি হয়। সেখানে বিজ্ঞান ও বাণিজের শিক্ষার্থী কম। তাই আমাদের কলেজেও ওই দুই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কম।
একই কথা বলেন বাণিজ্য বিভাগের অপর প্রভাষক মো. খায়রুজ্জামান মনি। তিনি বলেন, চেষ্টা করেও বিজ্ঞান-বানিজ্যের শিক্ষার্থী বাড়ানো যাচ্ছে না। শিক্ষার্থী নাই তাই ক্লাশও হয় না।
বানিজ্য বিভাগের শিক্ষার্থী মিম আক্তার জানায়, শিক্ষার্থী নাই তাই ক্লাশ করতেও আগ্রহ পাই না। একা একা কি ক্লাশ করা যায়? সহপাঠী থাকলে পড়াশোনায় একটা প্রতিযোগীতা থাকে। পড়াশোনাতেও মনোযোগ আসে। বিজ্ঞান বিভাগের বিশাল ক্লাশরুম, ল্যাব থাকলেও একজন মাত্র শিক্ষার্থী থাকাও তিনি আসেন না নিয়মিত। বিজ্ঞান শিক্ষক শিক্ষার্থী কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, কলেজটিতে মানবিক বিভাগে ও কারিগরি শাখায় যথেষ্ঠ শিক্ষার্থী রয়েছে। শুধুমাত্র বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে একজন করে দুইজন শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষক রয়েছেন ৮ জন। শুরুর দিকে ওই দুই বিভাগে শিক্ষার্থী ১২-১৪জন থাকলেও প্রতি বছর কমতে থাকে। শিক্ষার্থী না থাকায় ওই দুই বিভাগের শিক্ষকরা অলস সময় পার করছেন। এমপিও নীতিমালা অনুযায়ী প্রতি বিভাগে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকা আবশ্যক। এক্ষেত্রে এখান থেকে শিক্ষকদের বদলি করে নিয়ে যেসব কলেজে শিক্ষক ঘাটতি রয়েছে সেখানে দিলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
অধ্যক্ষ মো. আমিনুল হক আরও বলেন, কলেজটিতে বিশাল একাডেমিক ভবনসহ ছাত্র-ছাত্রী হোস্টেল রয়েছে। রয়েছে বিশাল দৃষ্টিনন্দন খেলার মাঠ। হাওরাঞ্চলের ছেলে-মেয়েদের পড়াশোনার বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে এই কলেজটি হওয়ার কারণে।
কলেজের সভাপতি ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, আমি সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। দুইজন শিক্ষার্থীর বিপরীতে আটজন শিক্ষক বিষয়টি আমার জানা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন...
© All rights reserved © দৈনিক প্রথম সংবাদ
Theme Customized By BreakingNews